আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদীর গুলশান-২ এলাকার বাড়িটি ‘পরিত্যক্ত’ হিসাবে ঘোষণা করে সরকারকে অধিগ্রহণের নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চের স্বাক্ষর শেষে আজ মঙ্গলবার এ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
৫২ পৃষ্ঠার এই রায়ে উল্লেখ করা হয়েছে, এ বাড়িটি পরিত্যক্ত সম্পত্তির আওতাভুক্ত এবং দীর্ঘ এক বছর পর আনুষ্ঠানিকভাবে রায় প্রকাশ হলো।
এর আগে, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধির মাধ্যমে তিন মাসের মধ্যে বাড়িটি সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছিল আদালত। রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত বছর এ আদেশ দেয়া হয়েছিল।
এ ছাড়া সম্পত্তির অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার ১৫ দিনের মধ্যে বিষয়টি হলফনামার মাধ্যমে হাইকোর্টে প্রতিবেদন দিতে গৃহায়ণ ও গণপূর্ত সচিবকে বলা হয়েছে। একই সঙ্গে ৯০ দিনের মধ্যে সরকারকে বাড়িটির দখল নেয়ার নির্দেশও দেয়া হয়েছে। পাশাপাশি সম্পত্তিটি কোনো ব্যক্তির কাছে ইজারা না দিয়ে জনস্বার্থে সংরক্ষণের কথাও উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, পরিত্যক্ত সম্পত্তির ‘খ’ তালিকাভুক্ত বাড়িটি দখলে রাখার অভিযোগ করে তদন্ত চেয়ে ২০২২ সালের ৩০ অক্টোবর রিট আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
বর্তমানে হত্যা মামলার একটি মামলার অভিযুক্ত হিসেবে আবদুস সালাম মুর্শেদী কারাগারে আছেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে স্বরাষ্ট্র উপদেষ্টা
কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
সুষ্ঠু নির্বাচনের জন্য রাষ্ট্রপতি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন: ইসি সচিব