December 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 9th, 2025, 3:32 pm

ফের ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ

 

রাজধানীর ধানমন্ডিতে আবারও মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ৯টার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের পেছনের রাস্তায় ঘটনা শুরু হয় বলে জানিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে একজন পুলিশ সদস্যসহ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশের বরাত দিয়ে জানা যায়, সকালবেলা ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী লাঠিসোটা নিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এক পর্যায়ে দুটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে নিউমার্কেট থানা পুলিশ উভয় কলেজের ছাত্রদের নিজ নিজ ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে যায়। এ সময় আইডিয়াল কলেজের একজন শিক্ষার্থীকে থানায় নিয়ে যাওয়া হলেও পরে তাকে কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এর কিছুক্ষণ পর, প্রায় সকাল সাড়ে ১০টার দিকে সায়েন্সল্যাব মোড় এলাকায় ঢাকা কলেজের একটি বাসে হামলা চালায় আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী। এতে ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থী আহত হন। খবরটি ছড়িয়ে পড়তেই ঢাকা কলেজের দেড় শতাধিক শিক্ষার্থী আইডিয়াল কলেজের সামনে গিয়ে তাদের ওপর হামলা চালায়। এরপর দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়।

সংঘর্ষের সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়া হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে একজন পুলিশ সদস্যও আহত হন।

দুপুর পর্যন্ত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন ছিল। সংঘর্ষ থেমে গেলেও যেখানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেছে, সেখানে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল রোড এলাকায় অবস্থান করতে দেখা গেছে।

উল্লেখ্য, তুচ্ছ ঘটনা নিয়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এর আগেও বহুবার সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার কারণে মিরপুর রোডের সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় গত ৯ নভেম্বর উভয় কলেজের মধ্যে একটি ‘শান্তি চুক্তি’ও হয়। তখন তারা ভবিষ্যতে কোনো ধরনের সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করেছিলেন। কিন্তু মাত্র এক মাসের মাথায় ওই সমঝোতা ভঙ্গ হল।

এনএনবাংলা/