আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগে মধ্যবর্তী সরকারে যোগ দেওয়া ছাত্র প্রতিনিধি ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে।
বুধবার বিকেল ৩টায় সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে তিনি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। ধারণা করা হচ্ছে, সেখানেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানাতে পারেন।
তবে সরকারের আরেক ছাত্র প্রতিনিধি ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমও পদত্যাগ করবেন কি না—তা এখন পর্যন্ত নিশ্চিত নয়।
আসন্ন নির্বাচনে আসিফ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেমে প্রতিদ্বন্দ্বিতা করবেন, নাকি এনসিপির হয়ে নির্বাচনে অংশ নেবেন—এ ব্যাপারেও তিনি আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। যদিও এনসিপি এখনো ঢাকা–১০ আসনে কোনো প্রার্থী দেয়নি এবং কিছুদিন আগে আসিফ নিজেও ধানমন্ডিতে ভোটার হন। তার মন্ত্রণালয় থেকে ওই আসনে বিশেষ বরাদ্দ দেওয়ার অভিযোগও রয়েছে। ফেসবুকে দেয়া ইঙ্গিতে বোঝা যায়, ঢাকাই–১০ থেকে নির্বাচনে লড়াই করার প্রস্তুতি রয়েছে তার।
অন্যদিকে, মাহফুজ আলম নির্বাচনে কোন দল থেকে অংশ নেবেন, তাও স্পষ্ট নয়। লক্ষ্মীপুর–১ আসনে এনসিপির কোনো প্রার্থী না থাকায়, অনেকেই ধারণা করছেন এই আসন থেকেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। কারণ রামগঞ্জই তার নিজ এলাকা এবং সাংবাদিকদের কাছে তার ভাই মাহবুব আলম আগেই জানিয়েছেন—এই আসন থেকেই নির্বাচনে অংশ নিতে চান মাহফুজ।
ঢাকা–১০ আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম এবং জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট জসীম উদ্দিনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে।
অন্যদিকে, লক্ষ্মীপুর–১ আসনে লড়াইয়ে নামলে মাহফুজ আলমের প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবেন শাহাদাত হোসেন সেলিম ও নাজমুল হাসান পাটওয়ারী। এর মধ্যে নাজমুল দাঁড়িপাল্লার প্রার্থী এবং ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহাদাত।
এনএনবাংলা/

আরও পড়ুন
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে স্বরাষ্ট্র উপদেষ্টা
কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
সুষ্ঠু নির্বাচনের জন্য রাষ্ট্রপতি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন: ইসি সচিব