December 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 10th, 2025, 4:37 pm

সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা

 

সচিবালয় ভাতার দাবিতে আন্দোলন, অর্থ উপদেষ্টার দপ্তর ঘেরাও

সচিবালয়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর জন্য ২০ শতাংশ সচিবালয় ভাতা চালুর দাবিতে নন-ক্যাডারদের এক অংশ বুধবার বিক্ষোভে নেমেছেন।

বিকাল আড়াইটার দিকে সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের তৃতীয় তলায় এই অবস্থান কর্মসূচি শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত প্রায় তিন থেকে চার শত কর্মকর্তা-কর্মচারী সচিবালয়ে জড়ো হন। এরপর তারা মিছিলসহকারে অর্থ মন্ত্রণালয়ের তৃতীয় তলায় গিয়ে অর্থ উপদেষ্টার অফিসকে ঘিরে ফেলেন এবং হ্যান্ড মাইকে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন।

আন্দোলনকারীদের অভিযোগ, এর আগে রেশন সুবিধার দাবিতেও অর্থ উপদেষ্টাকে ঘেরাও করেছিল তারা। তখন আশ্বাস দিলেও তা বাস্তবে রূপ পায়নি। একইভাবে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ্য ভাতা চালুর ঘোষণা এবং নতুন পে-কমিশন গঠনের পরও তা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেয়নি সরকার। এসব ক্ষোভ থেকেই আজকের অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছে বলে তারা জানান।

একজন সচিবের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) বলেন, “সচিবালয়ের সবাইকে ২০ শতাংশ ভাতা দেওয়ার দাবিতে আমরা আন্দোলনে নেমেছি। উপদেষ্টা ও সচিবদের মতো রাত অবধি অফিস করলেও আমাদের আলাদা কোনো সুবিধা নেই। অথচ বিভিন্ন দপ্তরে পে-স্কেলের বাইরে নানা ভাতা দেওয়া হলেও আমরা তা পাই না।”

এনএনবাংলা/