নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তিনি বলেন, ওই সময় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমেই তফসিল ঘোষণা দেবেন।
জানা গেছে, আগামী বছরের ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে পারে। নির্দিষ্ট সময়সূচি ওই সময়সীমার মাঝামাঝি কোনো দিনে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
একই দিনে নির্বাচন ও গণভোট
অন্তর্বর্তী সরকারের নির্দেশ অনুসারে জাতীয় সংসদ নির্বাচনের দিনই সংবিধান সংশোধনের গণভোট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণে একদিনেই দুটি ভোট অনুষ্ঠিত হলে পোলিং বুথ ও ভোটের সময় বাড়ানোর দিকে পরিকল্পনা করেছে ইসি।
ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বিবেচনায় ভোট আয়োজনের প্রস্তুতি এমনভাবেই নেওয়া হচ্ছে যাতে একই সঙ্গে নির্বাচন ও গণভোট সম্ভব হয়।
ভোটের সময় বৃদ্ধি
ভোটের সময় বাড়ানোর বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন আনতে হচ্ছে। মক ভোটিং ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতা বিশ্লেষণ করে সময় ১ ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, এখন ভোট গ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
ভোটিং বুথ বাড়বে
ইসির সিনিয়র সচিব আরও বলেন, এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে প্রতিটি কক্ষে দুটি করে গোপন কক্ষ বা স্টাম্পিং সেন্টারের ব্যবস্থা থাকবে। ফলে বাজেট সামান্য বাড়তে পারে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ফেব্রুয়ারির নির্বাচনের পর পদত্যাগের পরিকল্পনা রাষ্ট্রপতির: রয়টার্স
যত সহজ ভাবা হচ্ছে, নির্বাচন তত সহজ হবে না: তারেক রহমান
তফসিলের পর রাস্তায় আন্দোলন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রেসসচিব