রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানি নিশ্চিতের দাবিতে মোবাইল ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে ওই রুটে চলাচলকারী পথচারী ও যানবাহনগুলো ব্যাপক অসুবিধার মুখে পড়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ব্যবসায়ীরা সড়ক অবরোধ শুরু করেন। সূত্রে জানা গেছে, এসময় তারা যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটাচ্ছেন।
পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ আক্কাছ আলী জানিয়েছেন, সড়ক অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। তিনি বলেন, “সার্ক ফোয়ারা মোড়ে মুঠোফোন ব্যবসায়ীদের বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ রয়েছে।”
এনএনবাংলা/

আরও পড়ুন
তফসিলের পর রাস্তায় আন্দোলন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রেসসচিব
তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ও অভিনন্দন
সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ