December 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 10th, 2025, 7:56 pm

যাত্রাবাড়ি ফল মার্কেট মালিক ও সবজী ব্যবসায়ীদের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

যাত্রাবাড়ি (ঢাকা):

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় রাজধানীর যাত্রাবাড়ি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

যাত্রাবাড়ি নূর এ আল মদিনা ফল মার্কেট ও থ্রিষ্টার সবজী বাজারের মালিক বিশিষ্ট ব্যবসায়ী এডভোকেট আফানুর আল মামুন ও ব্যবসায়ীদের উদ্যোগে যাত্রাবাড়ি আড়তে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ দীন ইসলাম দিনা,সানোয়ার হোসেন রাসেল,মোঃ মিজান খান,শাহনেওয়াজ বাবু,মোঃ রাজনসহ ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সদস্য ও বাজারের ব্যবসায়ীরা।

অনুষ্ঠান শেষে দেশনেত্রীর সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন নুরে আল মদিনা আড়ৎ মসজিদের ইমাম মাওলানা নুরুল্যাহ।