Thursday, December 11th, 2025, 7:15 pm

সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ

 

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোটও হবে। ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে চলবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকার পতিত হয়। এরপর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের ১৬ মাস পর এবার ইসি নির্বাচনের তফসিল ঘোষণা করলো।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২১ নভেম্বর এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। আগামী নির্বাচন হবে এই কমিশনের অধীনে প্রথম জাতীয় নির্বাচন। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসাথে অনুষ্ঠিত হবে।

দুটি ভোটের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য এবারের ভোটগ্রহণ সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এছাড়া, ভোটকেন্দ্রে গোপন কক্ষের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশিরাও এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এখন পর্যন্ত ৩ লাখের বেশি প্রবাসী ভোটার ভোটদানের জন্য নিবন্ধন করেছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ সময় ১১ জানুয়ারি এবং আপিলের শুনানি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।

এনএনবাংলা/