Thursday, December 11th, 2025, 7:35 pm

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে চেক বিতরণ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: a; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 217.69174; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

জেলা প্রতিনিধি

বিআরটিএ চেয়ারম্যান ও (অতিরিক্ত সচীব) আবু মমতাজ সাদ উদ্দিন আহাম্মেদ বলেন,সড়ক দুর্ঘটনায় একটি প্রাণহানি শুধু একটি পরিবার নয়, পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। আমরা হারানো জীবন ফিরিয়ে দিতে পারি না, তবে রাষ্ট্রের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা তাদের নতুনভাবে দাঁড়াতে সামান্য হলেও সহায়তা করবে।

সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। জনগণ, পরিবহন মালিক-শ্রমিক এবং প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। আমরা চাই, আর কোনো পরিবার যেন প্রিয়জন হারানোর বেদনায় না পড়ে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নাটোর জেলা প্রশাসক ও  বিআরটিএ নাটোর সার্কেল আয়োজিত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নাটোর ও পাবনা জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মধ্যে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তেব্যে তিনি এসব কথা বলেন ।

এ অনুষ্ঠানে জেলা প্রশাসক আসমা শাহীন এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোরে অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন, বিআরটিএ নাটোর সার্কেলের সহকারী পরিচালক আলতাব হোসেন, মোটরযান পরিদর্শক উত্তম কুমার দেবশর্মা এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি শহিদুল হক সরকার নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সভাপতি গোলাম মোস্তফা।

পরে অনুষ্ঠানে প্রধান অথিতি দুই জেলার ১৬ জন নিহত এবং আহত একজনকে মোট ৮৩ লাখ টাকার চেক বিতরণ করেন। এতে দুটি ক্যাটাগরিতে নাটোরের ৯জন  ও পাবনার ৭জন নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ও আহত একজন আহত ব্যক্তির পরিবার ৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।