December 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 12th, 2025, 4:20 pm

ওসমান হাদির কানের নিচে গুলি লেগেছে , অবস্থা আশঙ্কাজনক

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় প্রচারের এক পর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গুলি তার বাম কানের নিচে লাগে।

দুপুর আড়াইটার পরপরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, “তার বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক।”

ওসমান হাদি এখন কোমায় আছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশকাত আহমেদ।

এসআই মো. সেলিম জানান, হাদির মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। তিনি বলেন, “মাথা লক্ষ্য করেই গুলি করা হয়েছে বলে ধারণা করছি। তাকে ইমারজেন্সির ওসেক ইউনিটে নেওয়া হয়েছে।”

গুলিবিদ্ধ হাদিকে হাসপাতালে নিয়ে যান জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজি।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “হাদির মতো আমাদের জীবনও ঝুঁকিতে রয়েছে। আমাদেরকেও হত্যা করা হতে পারে, কিন্তু আমরা জীবন দিয়ে লড়াই চালিয়ে যাব।”

ডিএমপির মতিঝিল জোনের ডিসি মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, “বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি, তবে এখনও নিশ্চিত নই। আমাদের টিম পাঠানো হয়েছে। নিশ্চিত তথ্য পেলে বিস্তারিত জানাব।”

এনএনবাংলা/