গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা এখনো আশঙ্কাজনক। তার চিকিৎসা–সংক্রান্ত অগ্রগতি সম্পর্কে অন্তত ৭২ ঘণ্টা পার না হলে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশের পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. আরিফ মাহমুদ।
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় মাথায় গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে রাখা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
আজ শনিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ডা. আরিফ মাহমুদ বলেন, ‘ওসমান হাদির মস্তিষ্কে আঘাত অত্যন্ত মারাত্মক। হৃদ্যন্ত্র সচল থাকলেও মস্তিষ্কের অবস্থা খুবই নাজুক। ফলে এই মুহূর্তে তার ভবিষ্যৎ অবস্থা সম্পর্কে কোনো নিশ্চিত মন্তব্য করা সম্ভব নয়। প্রয়োজনে পর্যবেক্ষণের সময় আরও বাড়তে পারে।’
তিনি আরও জানান, মস্তিষ্কের স্টেমে আঘাতের কারণে হাদির চোখ স্থির হয়ে রয়েছে। তবে কিছুটা আশার দিক হলো—তার শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ এখনো কার্যকর রয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক