December 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 13th, 2025, 7:11 pm

কালীগঞ্জে ১১ মামলার আসামী সাকিল মোল্লাসহ গ্রেফতার-৩

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে সন্ত্রাসী, খুন, চাঁদাবাজি ও মাদক মামলার আসামী সাকিল মোল্লাসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শীর্ষ মাদক স¤্রাট সাকিল মোল্লার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের সাথে যুক্ত থাকায় ১১টি মামলা রয়েছে।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে জরুরী সেবা ৯৯৯ এর প্রাপ্ত সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া এলাকায় পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশ উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের আঃ করিম মোল্লার পূত্র সাকিল মোলা (৩৫), রাতকানা এলাকার মো. নুর চাঁন আকন্দের পূত্র মো, গোলজার হোসেন (৩৬) এবং মোক্তারপুর ইউনিয়নের বড়গাও এলাকার বাবুল মোড়লের পূত্র মো. নাইম (২৫) কে গ্রেফতার করে।

সূত্রটি আরোও জানায় জামালপুর ইউনিয়নের কাপাইস এলাকার বাছের উদ্দিন ব্যাপারীর পূত্র মো. রাসেল ব্যাপারীকে সাকিল মোল্লা ও তার সঙ্গিরা পরত্যক্ত মুরগীর খামারে জিম্মি করে এক লক্ষ ৭৫ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। এসময় স্থানীয়রা তার ডাক-চিৎকার শুনে জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন করে। পরে মাঝরাতে পুলিশ কলাপাটুয়া এলাকার মুরগীর খামার হতে রাসেল ব্যাপারীকে উদ্ধার করে। সাকিল মোল্লার বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও মাদক মামলাসহ ১১ টি মামলা রয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, চাঁদাদাবী ও জিম্মিকরে মুক্তিপণের ঘটনায় গ্রেফতারকৃত তিন আসামীকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।