জয়পুরহাট প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন জাতীয় ছাত্রশক্তি – জয়পুরহাট জেলা শাখা।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান থেকে মশাল মিছিলটি বের হয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচুর মোড়ে এসে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন জাতীয় ছাত্রশক্তি জয়পুরহাট জেলা শাখার আহবায়ক সৈয়দ আহমেদ উল্লাহ শাকিল, সিনিয়র যুগ্ম আহবায়ক নাফি দেওয়ান, জেলা সদস্য সচিব মো: রাহিসুল ইসলাম, এনসিপি নেতা বোরহান , অরিয়স অফ জুলাই এর জেলা শাখার সদস্য সচিব রাশেদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম আহবায়ক গোলাম কবির, যুগ্ম সদস্য সচিব জহুরা বেগম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন হাদি, সহ অন্যান্য নেতা-কর্মীরা।
মিছিল শেষে নেতা কর্মীরা হামলাকারীদের ২৪ ঘণ্টার ভেতর গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবি করেন।

আরও পড়ুন
র্যাব-১৩ এর অভিযানে কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে দুই মাদক সেবীর মৃত্যু, ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডামুড্যা অবৈধভাবে ফসলী নষ্ট করায় ৪ জনের কারাদন্ড