সুদানের আবেই অঞ্চলে সন্ত্রাসীদের হামলায় জাতিসংঘের একটি ঘাঁটিতে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও আটজন শান্তিরক্ষী আহত হয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, সংশ্লিষ্ট এলাকায় এখনো অস্থিরতা বিরাজ করছে এবং সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ অব্যাহত রয়েছে।
পোস্টে আরও উল্লেখ করা হয়, আহত শান্তিরক্ষীদের দ্রুত চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
পাচার হওয়া অর্থ ফেরত আনতে ৪-৫ বছর সময় লাগে: গভর্নর
অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি
এবার গুলশান থানার সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার মেজর সাদিকের স্ত্রী