অনলাইন ডেস্ক :
সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদককে গৃহবন্দি করেছে দেশটির সেনাবাহিনী। সোমবার ভোরে সেনাবাহিনীর একটি ফোর্স রাজধানী খার্তুমে নিজ বাড়ি ঘিরে ফেলে। এরপরপরই সামরিক অভ্যুত্থানের গুজব ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে রাজধানী খার্তুমে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। দেশটিতে টেলিযোগাযোগ সীমিত করে দেওয়ায় হয়েছে। সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে ২০১৯ সালে সরিয়ে দেওয়ার পর সামরিক বাহিনী ও বেসামরিক গোষ্ঠীগুলোর নড়বড়ে এক ক্ষমতা ভাগাভাগির চুক্তির মধ্য দিয়ে গত দুই বছর ধরে পরিচালিত হয়ে আসছিল পূর্ব আফ্রিকার দেশটি। গত সেপ্টেম্বরে ব্যর্থ এক অভ্যুত্থান চেষ্টা চালায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বশিরের অনুগত সেনারা। এর আগে, সুদানের রাজধানী খার্তুমে প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদকের গাড়িবহর লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। সে যাত্রায় রক্ষা পান সুদানের প্রধানমন্ত্রী। সুদানে এক গণতন্ত্রপন্থি আন্দোলনের মাধ্যমে ২০১৯ সালের এপ্রিলে স্বৈরশাসক প্রেসিডেন্ট ওমর আল বশিরের পতন ঘটিয়ে ক্ষমতা দখল করে বেসামরিক নেতৃত্বের সরকার। ওই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আগস্টে দায়িত্ব নেন আব্দাল্লা হামদক।
আরও পড়ুন
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
‘এইচএমপিভি’, নতুন ভাইরাস ছড়িয়ে পড়ছে যেভাবে
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি