Sunday, December 14th, 2025, 6:30 pm

পীরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :

শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের মহান স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ইতিহাসে এক গভীর বেদনাবিধুর ও গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর, মহান বিজয়ের ঠিক পূর্বমুহূর্তে হানাদার পাকিস্তানি বাহিনী ও তাদের দেশীয় দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক, চিকিৎসক, লেখক, সাংবাদিক ও শিল্পীদের নির্মমভাবে হত্যা করে। জাতিকে মেধাশূন্য করার এই ঘৃণ্য ষড়যন্ত্র মানব ইতিহাসের এক নৃশংস অধ্যায় হয়ে আছে। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয়, স্বাধীনতা শুধু ভূখণ্ডের মুক্তি নয় এটি চিন্তা, চেতনা ও বিবেকের মুক্তি। শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন সেই আলোকবর্তিকা, যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। তাঁদের আত্মত্যাগ জাতিকে ন্যায়, সত্য ও প্রগতির পথে এগিয়ে চলার প্রেরণা জোগায়। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পীরগঞ্জ উপজেলা প্রশাসন কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা: পপি খাতুন, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এবং বীর মুক্তিযোদ্ধাগণ। বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ রায়হান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম তারিক, সহ-সাংগঠনিক সম্পাদক আকুল হোসেন, অফিস সম্পাদক হানিফ মিয়া ও পীরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি, সম্পাদক পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁরা শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন এবং তাঁদের আত্মত্যাগ গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের অঙ্গীকার শহীদদের আদর্শ বুকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলা।