গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
প্রতিবারের ন্যায় এ বছর ১৩ ডিসেম্বর গঙ্গাচড়ার সামাজিক সংগঠন চলো হাসি ছড়াই এর উদ্যোগে গঙ্গাচড়া গণহত্যা দিবস পালন করা হয়। গণহত্যা দিবসে সকল শহিদ ও জুলাই-২৪ গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন, স্মৃতিচারণ এবং গঙ্গাচড়ার ইতিহাস সংরক্ষণ বিষয়ক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সন্ধ্যায় গঙ্গাচড়া কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে গনহত্যায় নিহত ২২ শহিদ ও ২৪ জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে নীরবতা পালন করা হয় এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং গণহত্যায় ২২ শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া গঙ্গাচড়া গণহত্যা দিবসের ও জুলাই-২৪ এর প্রামাণ্যচিত্র প্রদর্শন ও দেয়ালে চিত্র প্রদর্শন করা হয়।
এ সময় রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল্লাহ, আব্দুল আজিজ, গঙ্গাচড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলী আরিফ সরকার রিজু, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল বারী স্বপন, চলো হাসি ছড়াই এর সভাপতি আদনান সামিসহ গণহত্যায় নিহত ২২ পরিবারের সদস্য উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা বলেন, ১৯৭১ সালের গণহত্যা ও পরবর্তী গণআন্দোলনে শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয়। গঙ্গাচড়ায় সংঘটিত গণহত্যা সঠিক ইতিহাস সংরক্ষণ ও প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তারা। এবং উপজেলার লক্ষীটারী ইউনিয়নের শকরদহ এলাকায় ২২ জন শহীদের নামে সৃতিসৌধ তৈরির জোর দাবি জানান। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ-তরুণী ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।

আরও পড়ুন
র্যাব-১৩ এর অভিযানে কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে দুই মাদক সেবীর মৃত্যু, ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডামুড্যা অবৈধভাবে ফসলী নষ্ট করায় ৪ জনের কারাদন্ড