অনলাইন ডেস্ক :
ময়মনসিংহের গফরগাঁওয়ে আবদুল আহাদ (৩০) নামে এক প্রবাসী যুবক সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার (২৪ অক্টোবর) সৌদি আরবের স্থানীয় সময় ১২টায় এবং বাংলাদেশী সময় বিকাল ৩ টায় দিকে আবা সিটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের চাচা ফারুক মিয়া এ খবরটি নিশ্চিত করেছেন।নিহত আবদুল আহাদ গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের জালেশ্বর গ্রামের আলম মিয়ার ছেলে।
নিহতের চাচা ফারুক মিয়া জানান, তার ভাতিজা আবদুল আহাদ গাড়ির চালক ছিলেন। ৬ বছর আগে উচ্চাকাক্সক্ষা নিয়ে বিদেশে পাড়ি জমান। রোববার সৌদি আরব সময় বেলা ১২টায় বাংলাদেশী সময় বিকাল ৩ টায় দিকে সৌদি আরবে আবা সিটি সড়কে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই আবদুল আহাদ নিহত হন। এই মৃত্যুর সংবাদে নিহতের পরিবার ও এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
আরও পড়ুন
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি
জাপানে টুনা মাছ বিক্রি হলো ১৩ লাখ ডলারে, এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ দাম
এক মিনিটেই ৫৭ চলন্ত পাখা জিভ দিয়ে থামিয়ে গিনেস রেকর্ড