December 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 15th, 2025, 6:58 pm

সহিংসতার আশঙ্কায় ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কতা

 

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস। সম্ভাব্য রাজনৈতিক সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় মার্কিন দূতাবাস জানায়, বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ, বিক্ষোভ ও কর্মসূচি আরও ঘন ঘন এবং তীব্র আকার ধারণ করতে পারে বলেও সতর্ক করেছে দূতাবাস।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়, শান্তিপূর্ণ উদ্দেশ্যে শুরু হওয়া কোনো বিক্ষোভও হঠাৎ করে সহিংসতায় রূপ নিতে পারে। এ কারণে বড় ধরনের জনসমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি থেকে দূরে থাকার পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের আশপাশের পরিস্থিতির প্রতি সজাগ থাকার, স্থানীয় গণমাধ্যম নিয়মিত পর্যবেক্ষণ করার এবং যে কোনো ধরনের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

জরুরি পরিস্থিতিতে ঢাকাস্থ মার্কিন দূতাবাস বা যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের সঙ্গে যোগাযোগ করার নির্দেশনার পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত হালনাগাদ তথ্য পেতে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে (STEP) নিবন্ধনের আহ্বান জানিয়েছে দূতাবাস।

এনএনবাংলা/