ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান থেকে আট কোটি ৪৪ লাখ টাকা মূল্যের ১০৪টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। সোমবার কাস্টমস কর্মকর্তারা এই স্বর্ণের বার জব্দ করেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাস্টমস কর্মকর্তাদের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে সকাল ৯ টা ১৫ মিনিটের দিকে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো হোল্ডে তল্লাশি চালায়।
পরে কর্মকর্তারা বিমানের কার্গো হোল্ডে লুকানো তিনটি প্যাকেটে ১২ কেজি ওজনের ১০৪ টি স্বর্ণের বার খুঁজে পান।
শুল্ক ফি এড়াতে স্বর্ণের বারগুলো ‘চোরাচালান’এর উদ্দেশ্যে আনা হয়েছিল। তবে শুল্ক গোয়েন্দা সূত্রে কাউকে শনাক্ত করা যায়নি। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
–ইউএনবি
আরও পড়ুন
আগামীকাল লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিঙ্ক ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছেন ইলন মাস্ক
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই