জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদ ও জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে নাহিদ বলেন, “সামনের বাংলাদেশে আমাদের বিজয় আসবেই। আমরা ঐক্যবদ্ধ থাকলে পতিত শক্তি দেশের অস্থিতিশীলতার চেষ্টা করতে পারবে না।”
তিনি আরও বলেন, “১৯৭১ সালে বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য। স্বাধীন ভূখণ্ড পেলেও আমরা সাম্য ও মানবিক মর্যাদা পুরোপুরি পাইনি। এ সময় ফ্যাসিবাদী শক্তি কায়েম হয়েছিল। বর্তমানে যারা পতিত শক্তি, তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে।”
ভোট প্রসঙ্গে নাহিদ বলেন, এনসিপির প্রার্থীরা গণভোটের মাধ্যমে জনগণের কাছে যাচ্ছেন। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, “ভবিষ্যত মুখী রাজনীতির জন্য তরুণদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গণজোয়ার তৈরি করতে হবে সংস্কারের পক্ষে।”
তিনি বলেন, ‘একাত্তর ও চব্বিশ—এই দুই সময়ের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি। এই ঐক্যের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের পথে আমাদের বিজয় আসবে।’
এনএনবাংলা/

আরও পড়ুন
গুলশানে তারেক রহমানের জন্য প্রস্তুত বাসভবন ও অফিস
ডেভিল হান্টে ৯০ দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রলয় চাকী আটক
সিডনির বন্ডাই বিচ ট্র্যাজেডি: হামলাকারী ভারতের নাগরিক