ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তার বড় ভাই ওমর ফারুক সোমবার (১৫ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর থেকে জানিয়েছেন, হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক রয়েছে এবং হৃদপিণ্ডের কার্যক্ষমতাও আগের তুলনায় বেড়েছে।
ওমর ফারুক জানিয়েছেন, হাদি সিঙ্গাপুরে আনা হওয়ার সময় শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট বেড়ে যাওয়ায় তার স্বাস্থ্যে কিছুটা সমস্যা দেখা দেয়। এ কারণে বিমানবন্দর থেকে তাকে দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
চিকিৎসকরা হাদিকে স্যালাইনের মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ দেন এবং দুই ঘণ্টা পর্যবেক্ষণে রাখেন। এরপর হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে আসে এবং হৃদপিণ্ডের কার্যক্ষমতা বেড়ে যায়।
ওমর ফারুক আরও জানিয়েছেন, হাদির অবস্থা স্থিতিশীল হওয়ায় সোমবার দিবাগত রাতেই তার জন্য প্রয়োজনীয় সব স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। বর্তমানে তাকে বিশেষায়িত আইসিইউতে রাখা হয়েছে এবং মঙ্গলবার দুপুর পর্যন্ত চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখবেন।
এর আগে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এনএনবাংলা/

আরও পড়ুন
দক্ষিণ এশিয়ায় ৫ম, বিশ্বে ৭ম দুর্বল বাংলাদেশের পাসপোর্ট
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন গৌরব
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির