পৌষের শুরুতে শীতের আমেজ থাকলেও শুষ্ক মৌসুমের সঙ্গে সঙ্গে রাজধানীর বাতাসে বাড়ছে দূষণ। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৮টা ৪৩ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২১৩ এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। এই স্কোর বায়ুমানের দিক থেকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
একই সময়ে ৪৯৯ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো। ২৮২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি এবং ২১৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে চীনের উহান শহর। চতুর্থ স্থানে থাকা ঢাকার স্কোর ২১৩।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক (AQI) ৫০-এর নিচে থাকলে তা বিশুদ্ধ বাতাস হিসেবে ধরা হয়। ৫১-১০০ হলে সহনীয়, ১০১-১৫০ হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং ২০১-৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে তা দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য হয়।

বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বিশ্বজুড়ে বহু মানুষের মৃত্যু ঘটে। ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়, জীবাশ্ম জ্বালানি থেকে সৃষ্ট বায়ুদূষণ প্রতিবছর বিশ্বব্যাপী প্রায় ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে প্রায় ৬৭ লাখ মানুষ মারা যায়।
দীর্ঘদিন ধরে ঢাকার বাতাস অতিমাত্রায় দূষিত থাকায় বাইরে বের হলে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। একই সঙ্গে সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া বায়ুদূষণ কমাতে ইটভাটা ও শিল্পকারখানার মালিকদের কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী স্থাপন, নির্মাণসামগ্রী ঢেকে রাখা, পরিবহনের সময় ট্রাক বা লরি ঢেকে নেওয়া, নির্মাণস্থলের আশপাশে দিনে অন্তত দুবার পানি ছিটানো এবং পুরোনো ও ধোঁয়া তৈরি করা যানবাহন রাস্তায় না নামানোর আহ্বান জানানো হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
বাংলাদেশ সীমান্তের ৮০ শতাংশ এলাকায় কাঁটাতারের বেড়া দিলো ভারত
মেসিকে ১৫ কোটি টাকার ঘড়ি উপহার দিলেন অনন্ত আম্বানি
জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুম-খুনের অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল