রাজধানীর লালবাগ এলাকার ইসলামবাগের চেয়ারম্যানঘাটে একটি প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের তথ্যমতে, বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ওই গোডাউনে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেয় ফায়ার সার্ভিস।
দুপুর ১টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বর্তমানে লালবাগের ২টি, হাজারীবাগের ২টি, পলাশীর ২টি এবং সিদ্দিকবাজারের ৪টিসহ মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছে।
এখনো পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ সময় স্থানীয় বাসিন্দারাও ফায়ার সার্ভিসের কাজে সহায়তা করছেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির
ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথের শোক প্রকাশ
হাদি চিরদিন বাংলাদেশের মানুষের বুকের ভেতর থাকবে: জানাজায় প্রধান উপদেষ্টা