‘জুলাই ঐক্য’ নামের একটি প্ল্যাটফর্মের আহ্বানে আয়োজন করা ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পুলিশি বাধার মুখে পড়েছে।
বুধবার বেলা সাড়ে তিনটার দিকে বিক্ষোভকারীরা ভারতীয় হাইকমিশনের দিকে রওনা হলে পুলিশ উত্তর বাড্ডায় ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকে দেয়। এরপর মিছিলে অংশগ্রহণকারীরা সেই স্থানে অবস্থান নিয়ে বক্তব্য দেওয়া শুরু করেন।
এর আগে, এই কর্মসূচি উপলক্ষে দুপুর থেকে ঢাকার রামপুরা ব্রিজ এলাকায় বিক্ষোভকারীরা একত্রিত হন।
ঢাকার বিভিন্ন স্থান থেকে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে তারা মিছিলে যোগ দেন। বিক্ষোভকারীদের সড়কে অবস্থানের কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
এনএনবাংলা/

আরও পড়ুন
দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি
ভোটের আগে তিন বাহিনী প্রধানদের সঙ্গে সিইসির বৈঠক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির