কালকিনি (মাদারীপুর)প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে মোঃ সামাদ বেপারী(৫২) নামে এক কৃষক লীগের নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তি সুত্রে এতথ্য নিশ্চিত করা হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সামাদ বেপারী উপজেলার পশ্চিম মাইজপারা গ্রামের ফটিক বেপারীর ছেলে এবং তিনি কৃষক লীগের সদস্য সচিব হিসেবে দীর্ঘদিন যাবত কাজী বাঁকাই ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পুলিশ সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানা পুলিশ অভিযান চালিয়ে সামাদ বেপারীকে গ্রেফতার করে। পরে তাকে মাদারীপুর জেল হাজতে প্রেরন করা হয়। ডাসার থানার ওসি মোঃ তরিকুল ইসলাম জানান, সামাদকে সন্ত্রাসী বিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন
হোমনায় তিতাস নদীর ভাঙনে কৃষি জমির ব্যাপক ক্ষতি, হুমকির মুখে বসতবাড়ি!
হিমেল হাওয়ায় কাঁপছে রাজশাহী বাড়ছে রোগ সাথে ভোগান্তি
বালু উত্তোলনে হুমকির মুখে ধলাই নদীর বাঁধ ও ব্রিজ