January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 25th, 2021, 7:01 pm

‘ফ্রেন্ডস’ তারকা জেমস মাইকেল টাইলর আর নেই

অনলাইন ডেস্ক :

মারা গেছেন জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ফ্রেন্ডস’ তারকা জেমস মাইকেল টাইলর। আমেরিকান সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা গেছে, ৫৯ বছরে মারা গেলেন এই অভিনেতা। ২০১৮ সাল থেকেই প্রস্টেট ক্যান্সারের সমস্যায় ভুগছিলেন টাইলর। অবশেষে মরণব্যাধি এই রোগের কাছে হেরে নিজের লস অ্যাঞ্জেলসের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। তবে তার এভাবে চলে যাওয়াকে মেনে নিতে পারছেন না তার ভক্ত অনুরাগীরা। মাইকেল টাইলরের মৃত্যুতে শোকজ্ঞাপন করা হয়েছে ‘ফ্রেন্ডস’র অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। যেখানে লেখা হয়েছে, ‘ওয়ার্নার ব্রাদারস টেলিভিশন জেমসকে হারিয়ে ফেলার যন্ত্রণায় শোক প্রকাশ করছে, যে ফ্রেন্ডস-র একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। ওর পরিবার, বন্ধু, অনুরাগী ও সহকর্মীদের জন্য আমাদের পক্ষ থেকে সমবেদনা রইল।’ ‘ফ্রেন্ডস’ এর কমবেশি ১০টি সিজনের ১৫০টি এপিসোডে দেখা মিলেছিল টাইলরের। তিনি মূলত একজন কফি শপের ম্যানেজারের চরিত্রে অভিনয় করেছিলেন। ‘ফ্রেন্ডস’ ছাড়াও টাইলরকে দেখা গিয়েছে ‘স্ক্রাবস’, ‘সবরিনা দ্য টিনেজ উইচ’, ‘মডার্ন মিউজিক’র মতো টিভি সিরিজে।