আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গৃহীত হালনাগাদ প্রস্তুতি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে ঢাকায় অবস্থিত বিদেশি দূতাবাসগুলোকে অবহিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে নির্বাচনকালীন সময়ে দূতাবাসগুলোর নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও পূর্ণ আশ্বাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের জন্য আয়োজিত এক ব্রিফিংয়ে নির্বাচন উপলক্ষে সরকারের নেওয়া প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচন কমিশন বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দেশগুলোকে পর্যবেক্ষক পাঠানোর জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
এ সময় কূটনীতিকদের জানানো হয়, নির্বাচন ও গণভোট চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সশস্ত্র বাহিনীসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও ব্রিফিংয়ে উল্লেখ করা হয়।
সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়, নির্বাচন ঘিরে কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এ বিষয়ে কোনো ধরনের শঙ্কার কারণ নেই।
ব্রিফিংয়ে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের প্রায় চল্লিশ জন কূটনীতিক অংশ নেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল