জার্মান সরকার বলেছে, পাকিস্তানে আটকে থাকা ৫৩৫ জন আফগান নাগরিককে তারা ডিসেম্বরের মধ্যেই জার্মানিতে আশ্রয় দেবে। এই আফগানরা আগে থেকেই জার্মান সরকারের শরণার্থী কর্মসূচির আওতায় নির্বাচিত ছিলেন, কিন্তু নতুন সরকারের দায়িত্ব নেয়ার পর কর্মসূচিটি স্থগিত হয়ে যায় এবয় তারা পাকিস্তানে আটকা পড়েন।
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডোব্রিন্ট জানিয়েছেন, আবেদন প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শেষ করে তাদের জার্মানিতে প্রবেশের অনুমতি দিতে চায়। খবর এএফপি- এর।
এ তালিকায় রয়েছে—তালেবানের বিরুদ্ধে যুদ্ধের সময় জার্মান সেনাদের সঙ্গে কাজ করা ব্যক্তিরা, মানবাধিকারকর্মী, সাংবাদিক এবং যারা তালেবানের ক্ষমতায় ফেরার পর জীবন ঝুঁকিতে পড়েছেন।
পাকিস্তান সরকার চলতি বছরের শেষ নাগাদ আফগানদের বিষয়ে সিদ্ধান্ত চেয়েছিল। সময়সীমার মধ্যে সিদ্ধান্ত না হলে তাদের আফগানিস্তানে ফেরত পাঠানো হতে পারে। ডোব্রিন্ট জানান, পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ রাখা হচ্ছে, যদিও কিছু আবেদন নতুন বছরে গড়াতে পারে।
উল্লেখ্য, নতুন জার্মান সরকার ৬৫০ জন আফগানকে আশ্রয় না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জার্মানি পাকিস্তানে থাকা আফগানদের জন্য আর্থিক সহায়তার প্রস্তাবও দিয়েছে, তবে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত মাত্র ৬২ জনই সেই প্রস্তাব গ্রহণ করেছেন।
এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন ও হিউম্যান রাইটস ওয়াচসহ ২৫০টির বেশি আন্তর্জাতিক সংগঠন জানায়, পাকিস্তানে প্রায় ১,৮০০ আফগান অনিশ্চয়তার মধ্যে রয়েছেন এবং তাদের জার্মানিতে প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান
মোটরসাইকেলের মালিক সন্দেহে আটক সেই হান্নানের জামিন
শেখ হাসিনা পরিষদের সভাপতি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম গ্রেপ্তার