December 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 18th, 2025, 7:33 pm

রাজধানীতে চারটি ককটেল বিস্ফোরণ, নারী আহত

 

রাজধানীর শান্তিনগর ও মগবাজার ফ্লাইওভার এলাকায় ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন নারী পথচারী আহত হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে শান্তিনগর ক্রসিংয়ের পূর্ব সিগন্যালে ফ্লাইওভার থেকে একটি ককটেল ছোড়া হয়। এতে এক নারী কপালে আঘাত পান। আহত অবস্থায় তাঁকে দ্রুত ট্রাফিক পুলিশের সহায়তায় নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়।

এর অল্প সময় পর বিকেল সাড়ে ৪টার দিকে মৌচাক ক্রসিং এলাকায় ফ্লাইওভারের ওপর থেকে ধারাবাহিকভাবে দুটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

এদিকে বিকেল ৫টার দিকে মগবাজার ফ্লাইওভার থেকে রেইনবো ক্রসিংয়ের দিকে আরেকটি ককটেল নিক্ষেপ করা হয়। এ বিস্ফোরণেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলগুলোতে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে এ ধরনের সহিংস ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এনএনবাংলা/