December 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 19th, 2025, 8:52 pm

ওসমান হাদির মৃত্যুতে শোবিজ তারকাদের শোক ও প্রতিবাদ

 

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের সাহসী যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোকস্তব্ধ পুরো দেশ। তার আকস্মিক প্রয়াণে গভীর শোকের পাশাপাশি ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন শরিফ ওসমান হাদি। তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা ও প্রতিবাদী পোস্টে মুখর হয়ে ওঠেন জনপ্রিয় শিল্পী, অভিনেতা ও নির্মাতারা। বিনোদন অঙ্গনে নেমে আসে শোকের ছায়া।

সংগীতশিল্পী কনকচাঁপা এক শোকবার্তায় লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওসমান হাদিকে জান্নাত নসিব করুন। এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই। আসামি ও নেপথ্যের ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।’ পরবর্তীতে কবিতার সঙ্গে হাদির একটি ছবি শেয়ার করে তিনি তার প্রতি শ্রদ্ধা জানান।

নির্মাতা ও অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন,
‘আমাদের ভাই হাদি রওনা দিয়েছেন অনন্তের পথে। আবরার, আবু সাঈদদের মতো হাদি শারীরিকভাবে না থেকেও আরও বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে। ইউ ফেইলড টু কিল ওসমান হাদী!’

মোস্তফা সরয়ার ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা হাদির একটি ছবি পোস্ট করে লেখেন, ‘শহীদ ওসমান বিন হাদি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে থাকবেন।’

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ হাদি ও তার শিশুপুত্রের একটি আবেগঘন ছবি শেয়ার করে লেখেন, ‘নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই।’

মডেল ও অভিনয়শিল্পী চমক লেখেন, ‘শহিদ বীর শরিফ ওসমান হাদি। নামটি মনে রেখো বাংলাদেশ।’

শোবিজ তারকাদের এসব শোকবার্তা ও প্রতিবাদী কণ্ঠস্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। অসংখ্য মানুষ হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

তরুণ এই নেতার মৃত্যু শুধু একটি পরিবারের ব্যক্তিগত শোক নয়, বরং একটি প্রজন্মের স্বপ্ন, প্রতিবাদ ও ন্যায়ের কণ্ঠ রুদ্ধ হয়ে যাওয়ার বেদনাকেই নতুন করে সামনে এনে দিয়েছে।

এনএনবাংলা/