ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সাদা পোশাকের পুলিশসহ মোট ১ হাজার বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করে নিরাপত্তা নিশ্চিত করা হবে।
শনিবার (২০ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, “হাদির জানাজা শুরু থেকে দাফন পর্যন্ত সাদা পোশাকের পুলিশ নির্দিষ্ট স্থানে কাজ করবে। হাদির মরদেহ যেখানে রাখা হয়েছে এবং জানাজার স্থানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাফন প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষা ও বিশৃঙ্খলা এড়াতে সতর্ক থাকা হবে।”
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলমও জানান, “দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চেকপোস্ট স্থাপনসহ সাদা পোশাকের পুলিশ নিরাপত্তা নিশ্চিত করবে।”
এদিকে, বিজিবি জানিয়েছে, জাতীয় সংসদ ভবনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে যথেষ্ট সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ঢাকায় শুভেচ্ছা বিনিময় করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকার
ডিমলার বুড়িতিস্তা নদী খনন ঘিরে উত্তেজনা, আনসার ক্যাম্পে হামলা-ভাঙচুর
তারেক রহমান-জামায়াত আমিরের চেয়েও নাহিদের বার্ষিক আয় বেশি!