December 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 20th, 2025, 5:10 pm

আপনারা যদি পাশে থাকেন, মার্কা যা-ই হোক, নির্বাচন করব: রুমিন ফারহানা

 

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক এবং সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, “আমি যা বলি, তা-ই করি। আমার এলাকার মানুষের সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা যদি আমার পাশে থাকেন, যেকোনো প্রতীকই হোক, আমি সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব।”

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

প্রায় প্রতি সপ্তাহে এলাকায় আসার পরিকল্পনার কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, “সরাইল ও আশুগঞ্জ নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে। আমি চাই এই দুটি উপজেলা মডেল উপজেলা হিসেবে গড়ে উঠুক। আপনাদের ভোট পেলে আমি সংসদে গিয়ে এই স্বপ্নগুলো বাস্তবায়ন করব।”

সভায় তিনি আরও উল্লেখ করেন, “দেশের অধিকাংশ এলাকায় মনোনয়ন নিয়ে উৎসব চলছে, কিন্তু সরাইল-আশুগঞ্জের মানুষ এখনও জানে না তাদের এমপি প্রার্থী কে। এটা এই এলাকার মানুষের জন্য দুঃখজনক। গত ১৭ বছরে আমার রাজনৈতিক ভূমিকা জনগণ ভালোভাবেই জানেন। আমি আমার বাবার অপূর্ণ স্বপ্ন পূরণে রাজনীতিতে আছি। আপনাদের সমর্থন থাকলে আমরা বাংলাদেশ জয় করতে পারি।”

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, “গত ১৫ বছরে বাংলাদেশের মানুষ প্রকৃত ভোট দিতে পারেনি। এখন সরকার দাবি করছে, ২০২৬ সালে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হবে। আমরা এ কথায় বিশ্বাস রাখতে চাই।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করুন এবং ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো আইন অনুযায়ী অন্তর্ভুক্ত করুন। ভোটার, প্রার্থী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

উল্লেখ্য, বিএনপি ইতোমধ্যে দুই দফায় ২৭২টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি। রুমিন ফারহানা এই আসনে গত কয়েক মাস ধরে নিয়মিত গণসংযোগ ও সামাজিক কার্যক্রম চালিয়ে আসছেন।

এনএনবাংলা/