কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ভারতীয় সিগারেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজন আসামিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ ১১ হাজার ৫৯৫ টাকা।
বিজিবি সূত্র জানায়, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে (২০ ডিসেম্বর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর আওতাধীন সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি এলাকার লক্ষীপুর পোস্ট এবং আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি এলাকার কটকবাজার পোস্টে বিশেষ টহল পরিচালনা করা হয়।
অভিযানকালে সীমান্তের প্রায় ৮ কিলোমিটার অভ্যন্তরে বাংলাদেশের ভূখণ্ডের পদ্দারখীল ও চাঁনপুর বালুর মাঠ এলাকা থেকে বিজিবির টহল দল বিভিন্ন প্রকার অবৈধ মাদক ও ভারতীয় সিগারেট জব্দ করে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একজন চোরাকারবারিকে আটক করা হয়।
বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত মাদক ও অবৈধ ভারতীয় সিগারেটের মোট মূল্য ৪৪ লাখ ১১ হাজার ৫৯৫ টাকা। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
চোরাচালান ও মাদক নির্মূলে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন
কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
জয়পুরহাটে বৃষ্টির পানি মত ঝড়ছে কুয়াশার জনজীবন স্থবির, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন
বগুড়া-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন