চট্টগ্রাম জেলার হাটহাজারী আসনের সাবেক সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১২টার দিকে। অগ্নিসংযোগের সময় একটি প্রাইভেটকারও পুড়ে যায়।
প্রতিবেশিরা খবর পেয়ে আগুন নেভানোর চেষ্টা চালালে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারিক আজিজ জানিয়েছেন, ‘শুক্রবার রাত ১২টার দিকে সাবেক এমপি আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে কে বা কারা এই ঘটনায় জড়িত তা তদন্তের মাধ্যমে জানা যাবে।’
এনএনবাংলা/

আরও পড়ুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির
ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথের শোক প্রকাশ
হাদি চিরদিন বাংলাদেশের মানুষের বুকের ভেতর থাকবে: জানাজায় প্রধান উপদেষ্টা