December 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 21st, 2025, 4:19 pm

রাবিতে আওয়ামীপন্থি ডিনদের অফিসে তালা, শিক্ষার্থীদের ‘জিরো টলারেন্স’ কর্মসূচি

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মেয়াদ শেষ হওয়ার পরও ছয়জন আওয়ামীপন্থি ডিন স্বপদে বহাল থাকার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা ডিনস কমপ্লেক্সে গিয়ে সংশ্লিষ্ট ডিনদের অফিসে তালা ঝুলিয়ে দেন।

অভিযুক্ত ডিনদের বিরুদ্ধে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ক্লাসে অনিয়মিত উপস্থিতি, ছুটি ও ক্লাস ব্যবস্থাপনায় স্বেচ্ছাচারিতা, বিতর্কিত শিক্ষক নিয়োগ এবং হত্যা মামলার আসামি থাকা সত্ত্বেও শিক্ষক হিসেবে বহাল থাকা।

রাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার বলেন, “আমরা শিক্ষার্থীদের সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে প্রাথমিক তালিকা প্রকাশ করব, যাতে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়া শিক্ষকদের তথ্য অন্তর্ভুক্ত থাকবে। ন্যায়বিচার ছাড়া কোনো রাজনৈতিক স্বার্থ আমরা মেনে নেব না।”

প্রক্টর মাহবুবুর রহমান জানান, শিক্ষার্থীদের সরানো হয়েছে যাতে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং শিক্ষকদের ক্ষতি না হয়। তিনি বলেন, “ডিনদের মেয়াদ ১৭ ডিসেম্বর শেষ হয়েছে। উপ-উপাচার্য চাইলে পুনরায় দায়িত্ব দিতে পারেন, অন্য কাউকে দিতে পারেন অথবা নিজেই দায়িত্বে থাকতে পারেন। আমাদের লক্ষ্য বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও সবার মর্যাদা রক্ষা করা।”

এর আগে জিএস সালাউদ্দিন আম্মার তার ফেসবুক পোস্টে ‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচির ঘোষণা দেন। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা বিতর্কিত শিক্ষকদের অপসারণ এবং স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থার দাবি জানিয়েছেন।

এনএনবাংলা/