নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী পৌরসভার উদ্যোগে নবনির্মিত আধুনিক ও মানসম্মত কসাইখানার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের কলেজপাড়া এলাকায় ১৮ শতক জমির ওপর নির্মিত এই কসাইখানার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কসাইখানার ফলক উন্মোচন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম এবং নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান।
জানা গেছে, আধুনিক এই কসাইখানায় দুটি সেড রয়েছে, যেখানে একযোগে ২০টি গরু ও ২০টি ছাগল জবাই করা যাবে। ভেটেরিনারি চিকিৎসকের উপস্থিতিতে শহরের কসাইরা এখানে পশু এনে স্বাস্থ্য পরীক্ষা শেষে জবাই করতে পারবেন। পৌরসভার নির্ধারিত ইমামের মাধ্যমে পশু জবাই সম্পন্ন করা হবে।
পৌর কর্তৃপক্ষ জানায়, এই কসাইখানা চালু হওয়ায় শহরে স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব উপায়ে পশু জবাই নিশ্চিত হবে, যা জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন
কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
জয়পুরহাটে বৃষ্টির পানি মত ঝড়ছে কুয়াশার জনজীবন স্থবির, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন
বগুড়া-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন