ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হামলাকারীদের সীমান্ত পার হতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার সিবিয়ন দিও (৩২) ও সঞ্জয় চিসিমের (২৩) বিরুদ্ধে আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২১ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ মামলায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) আবেদন করলে শুনানি শেষে এই আদেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন আদালতে উপস্থিত ছিলেন।
ডিবি জানিয়েছে, হাদি হত্যাকাণ্ডের পর সীমান্ত অতিক্রমে সহায়তাকারী একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য তারা পেয়েছে। তদন্তে উঠে এসেছে, হত্যার পর প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীদের অবৈধভাবে সীমান্ত পার হতে সহায়তা করেন সিবিয়ন ও সঞ্জয়।
এনএনবাংলা/

আরও পড়ুন
ফোনালাপ শুনে একে-অপরের দিকে তাকিয়ে হাসলেন সালমান-আনিসুল
খালাস চেয়ে সাবেক আইজিপি মামুনের আপিল
খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি, অবস্থা ‘আশঙ্কাজনক’