December 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 21st, 2025, 7:58 pm

গঙ্গাচড়ায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে পুলিশের অভিযানে বাধা, আটক ১ জন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সময় পুলিশের অভিযানের সময় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১ জনকে আটক করেছে পুলিশ। উপজেলার দক্ষিণ কোলকোন্দ গ্রোয়েনবাঁধ সংলগ্ন তিস্তা নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে আসছিল একটি চক্র। ওই এলাকায় শনিবার অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের কাজে বাধা দেওয়া ১ জনকে আটক করে। আটক ব্যক্তির নাম রাজু আহম্মেদ (২৮)। সে উপজেলার দক্ষিণ কোলকোন্দ ঘোনটারী এলাকার আলেফ উদ্দিনের ছেলে। তবে মাহিন্দ্রা ট্রাক্টরসহ অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় আরও ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সবুর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গঙ্গাচড়া মডেল থানার একটি টহল দল দক্ষিণ কোলকোন্দ গ্রোয়েনবাঁধ সংলগ্ন তিস্তা নদীর চরে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে অভিযান চালায়। এ সময় বালু বোঝাই একটি মাহিন্দ্রা ট্রাক্টর আটক করতে গেলে আসামিরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর মারমুখী হয় এবং সরকারি কাজে বাধা প্রদান করে। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছাতে দেখলে আসামিরা দ্রুত ট্রাক্টরটি নিয়ে পালিয়ে যায়।

থানার অফিসার ইনচার্জ আব্দুস সবুর জানান, গ্রেপ্তার ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে ওই এলাকা ও আশপাশের সরকারি জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিলো। অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারা এবং দণ্ডবিধির ১৪৯ ও ১৮৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।