সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এসবিএসি) সাবেক পরিচালক এবং শেখ হাসিনা পরিষদের সভাপতি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার রাত আনুমানিক ১০টার দিকে বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বাকপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুল বর্তমানে শেখ হাসিনা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতির দায়িত্বেও রয়েছেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর বানারীপাড়ায় সংঘটিত একাধিক রাজনৈতিক মামলায় ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেনের নাম রয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক ‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন
মিরপুর রোডে তিতাসের প্রধান ভালভ ফেটে গ্যাস সংকট, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা
২৫ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের