December 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 23rd, 2025, 5:40 pm

শাহজালাল বিমানবন্দরে ‘নিরাপত্তাজনিত কারণে’ দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

ফাইল ফটো

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘নিরাপত্তাজনিত কারণে’ ২৪ ঘণ্টার জন্য দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় কেবল টিকিট ও পাসপোর্টধারী যাত্রীরা প্রবেশ করতে পারবেন। নির্ধারিত যাত্রী ছাড়া অন্য কোনো সহযাত্রী বা ভিজিটরকে প্রবেশ করতে দেওয়া হবে না।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীসেবা, নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় যাত্রীসাধারণসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

উল্লেখ্য, বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমান ও তার সফরসঙ্গীরা আগামী বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন।

বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি বিভিন্ন এয়ারলাইন্স ওই দিনের যাত্রীদের আগেভাগেই বিমানবন্দর বা আশপাশের এলাকায় এসে অবস্থান করার অনুরোধ জানিয়েছে।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, বিমানবন্দর থেকে তারেক রহমান সড়কপথে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে প্রায় তিন সপ্তাহ ধরে চিকিৎসাধীন রয়েছেন তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এনএনবাংলা/