আক্কেলপুর (জয়পুরহাট)প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-২ (আক্কেলপুর, ক্ষেতলাল ও কালাই) আসনে বিএনপির দলীয় মনোনয়ন বঞ্চিত ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম (সিআইপি)’র পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। তার গ্রামের বাড়ি উপজেলার সোনামুখি ইউনিয়নের গণিপুর গ্রামে।
মঙ্গলবার বিকেলে আক্কেলপুর উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার বাবা সাবেক ইউপি সদস্য ও গ্রাম সরকার প্রধান আজিজার রহমান। এ সময় তার বড় ভাই ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামসহ তার পক্ষের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইঞ্জিনিয়ার মো. আমিনুর ইসলাম (সিআইপি) প্রবাসে থেকেও দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তিনি বর্তমানে জিয়াউর রহমান ফাউন্ডেশন (ZRF)-এর সদস্য, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (AEB)-এর সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটি ওমানের কার্যকরী সদস্য এবং যুবদলের ওমান শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি আইইবি ইন্টারন্যাশনাল ওভারসিজ চ্যাপ্টার ওমানের চেয়ারম্যান এবং ডুয়েট শাখার জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন।
তার সমর্থকরা জানান, প্রবাসে অবস্থান করলেও নিজ এলাকা জয়পুরহাট-২ আসনের মানুষের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিয়ে বিভিন্ন সামাজিক উদ্যোগে যুক্ত থাকায় এলাকায় তার গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
তিনি বিএনপির দলীয় মনোনয়ন পেলে এই আসনে দল আরও সংগঠিত হবে এবং নির্বাচনী মাঠে একটি শক্ত অবস্থান তৈরি হবে।
মনোনয়ন ফরম উত্তোলনের পর তার বাবা আজিজার রহমান বলেন, আমার ছেলে ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম সিআইপি দেশ ও দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। দলীয় সিদ্ধান্তের প্রতি আমরা আশাবাদী। জয়পুরহাট-২ আসনের উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় তিনি যোগ্য নেতৃত্ব দিতে পারবেন বলে বিশ্বাস করি।

আরও পড়ুন
কুমিল্লা সীমান্ত থেকে এক কোটি ৮৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
ইয়াবাসহ কালীগঞ্জে গেফতার-২
চিরকুট দিয়ে কালীগঞ্জে হত্যা-গুম-লুটপাট-চাঁদা দাবী ও সন্তানদের হত্যার হুমকি