জয়পুরহাট প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ফজলুর রহমান সাঈদের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন।
মঙ্গলবার বিকেলে জয়পুরহাট নির্বাচন কার্যালয়ের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফার নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি আনোয়ার হোসেন, জেলা জামায়াত নেতা মাওলানা মাহমুদুল হাসান, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমির মাওলানা আব্দুর রহিম, সদর জামায়াতের নায়েবে আমির শাহ আলম দেওয়ান, শহর জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল মোমিন ফকির প্রমুখ।

আরও পড়ুন
কুমিল্লা সীমান্ত থেকে এক কোটি ৮৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
ইয়াবাসহ কালীগঞ্জে গেফতার-২
চিরকুট দিয়ে কালীগঞ্জে হত্যা-গুম-লুটপাট-চাঁদা দাবী ও সন্তানদের হত্যার হুমকি