December 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 23rd, 2025, 7:05 pm

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১১

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)প্রতিনিধি:

শীতের সকালের কুয়াশায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১১জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে নাইন্দাল উপজেলার আক্কাস আলীর পুত্র হযরত আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের খৈরাটি নামক স্থানে ওই দুর্ঘটনাটি ঘটে। এ সময় প্রায় আধা ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। সংবাদ পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের তিনটি দল আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনায় কবলিত বাস দুটি বর্তমানে পুলিশ হেফাজতে আছে।

দুর্ঘটনায় আহতরা হলেন, নাইন্দাল উপজেলার আক্কাস আলীর পুত্র হযরত আলী (৫০), শহর উদ্দিনের পুত্র আব্দুর রশিদ (৭৫), ঈশ্বরগঞ্জ উপজেলার জাহের উদ্দিনের পুত্র মজিবুর রহমান (৫০), খসরু মিয়ার পুত্র সোহেল (৪২), বোরহান উদ্দিনের পুত্র রিয়াজ উদ্দিন (৫১), কিশোরগঞ্জ জেলার জজ মিয়ার পুত্র হানিফ মিয়া (৩০), এছাড়া শামীম মিয়া (৩৭), রাহেলা খাতুন (৬৫), জাহাঙ্গীর আলম (৫৩), জালাল উদ্দিন (৬৫), কামরুজ্জামান ভূঁইয়া (৪৫) পরিচয় পাওয়া যায়নি।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের খৈরাটি নামক স্থানে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী এম.কে সুপার বাসের সাথে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ভৈরবগামী শ্যামলছায়া বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ফলে এই হতাহতের ঘটনা ঘটে।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি।

ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ বাস দুটি মহাসড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং বাস দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।