Tuesday, December 23rd, 2025, 8:58 pm

যুক্তরাজ্যে ফিলিস্তিনের পক্ষে প্ল্যাকার্ড হাতে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

 

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে প্যালেস্টাইন অ্যাকশন–এর এক বিক্ষোভে অংশ নেওয়ার কারণে সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গ্রেপ্তারের সময় ফিলিস্তিনের পক্ষে একটি প্ল্যাকার্ড হাতে ছিলেন থুনবার্গ। প্ল্যাকার্ডে লেখা ছিল— “আমি প্যালেস্টাইন অ্যাকশন প্রিজনারকে সমর্থন করি এবং গণহত্যার বিরোধিতা করি।”

বিক্ষোভের আয়োজকদের দাবি, যুক্তরাজ্যের সন্ত্রাসবাদ আইনের আওতায় গ্রেটাকে আটক করা হয়েছে। তাদের ভাষ্য, কেবল ওই প্ল্যাকার্ড প্রদর্শনের কারণেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেটা থুনবার্গ লন্ডনে অ্যাসপেন ইনসিওরেন্স–এর কার্যালয়ের বাইরে আয়োজিত এক বিক্ষোভে অংশ নিচ্ছিলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতিষ্ঠানটি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমে যুক্ত।

এ ঘটনায় লন্ডন সিটি পুলিশ গ্রেটার নাম উল্লেখ না করে জানিয়েছে, ২২ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের বক্তব্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষে সমর্থনসূচক প্ল্যাকার্ড প্রদর্শনের অভিযোগে তাকে আটক করা হয়।

পুলিশের বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থলে উপস্থিত ওই নারী সন্ত্রাসবাদ আইন ২০০০-এর ধারা ১৩ অনুযায়ী গ্রেপ্তার হন, কারণ তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন–এর সমর্থনে সামগ্রী প্রদর্শন করছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাস থেকে যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে। এরপর থেকে সংগঠনটির প্রতি সমর্থন জানানোয় কয়েকশ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

এনএনবাংলা/