আসন্ন কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান একেবারে স্পষ্ট এবং এখানে কোনো ধরনের বিভ্রান্তির অবকাশ নেই।
বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব জানান, বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশন দলটির রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল বা স্ক্র্যাপ করেছে। এর ফলে দলটির জন্য নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।
প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ও উপেক্ষার বিষয়ে প্রধান উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের পাঁচজন আইনপ্রণেতা একটি চিঠি দিয়েছেন— এ বিষয়ে সরকারের অবস্থান কী। জবাবে শফিকুল আলম বলেন, তিনি এ ধরনের কোনো চিঠির বিষয়ে অবগত নন। তার ভাষায়, চিঠিটি তিনি দেখেননি এবং এ সম্পর্কিত কোনো তথ্যও তার কাছে নেই।
এনএনবাংলা/

আরও পড়ুন
অশ্রুসিক্ত বিদায়: নজিরবিহীন জনসমুদ্রে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন
জানাজায় মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান
জানাজা শেষে খালেদা জিয়ার মরদেহ দাফনের প্রস্তুতি