নাটোর প্রতিনিধি:
নাটোরে ৮শ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। বৃহস্প্রতিবার সকাল সারে ৭ টার দিকে শহরতলির বন বেলঘড়িয়া শান্তি ফিলিং স্টেশনের সামনে যাত্রী আরপি এলিগেন্স বাসে তল্লাশী করে তাদের গ্রেফকার করা হয়।
এরা হলো, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকার – উত্তর উজিরপুর গ্রামের জালাল উদ্দীন ্এর ছেলে মোঃ অসিম (৩৫) ও আব্দুল রাজ্জাকের ছেলে জুয়েল (৩০) বিষয়টি ডিবির মোঃ নজরুল ইসলাম নিশ্চিত করেছেন।
নাটোর ডিবি পুলিশ কার্যলয় সুত্রে জানা যায়, গোটন সংকাদের ভিত্তিতে বৃহস্প্রতিবার সকাল ৭:৩০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা(ডিবি) এর একটি চৌকষ টিম নাটোর শহরতলির বন বেলঘড়িয়া শান্তি ফিলিং স্টেশনের সামনে রাস্তার উপর নিয়মিত চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশী করছিলেন। এসময় সিলেট মৌলভীবাজার থেকে ছেড়ে আসা আরপি এলিগেন্স নামক চাপাইনবাবগঞ্জ গামী নাইট কোচ তল্লাশী কালে
অসিম (৩৫) ও জুয়েল (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীর হেফাজত হতে ৮শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয়। এব্যাপারে নাটোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দুপুর পরে তাদের কোর্টের মাধ্যমে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়।

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন