আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই দিনে ঢাকা-১৩ আসন থেকে মনোনয়নপত্র নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এর আগে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে শফিকুল ইসলাম খান মিল্টন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ পর্যন্ত এই দুটি আসনে মোট ২১ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি।
উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি নিজ দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক ‘পাল্লা’ নিয়ে নির্বাচনে অংশ নেবেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
যেকোনো উসকানির মুখে ধীর ও শান্ত থাকতে দেশবাসীর প্রতি তারেক রহমানের আহ্বান
সোমবার থেকে আমানতের অর্থ ফেরত পাবেন পাঁচ ব্যাংকের গ্রাহকরা
‘তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে সুসংহত করবে’