December 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 25th, 2025, 4:32 pm

আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি, ফর মাই পিপল: তারেক রহমান

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিশ্বনন্দিত নেতা মার্টিন লুথার কিং একদিন বলেছিলেন— ‘আই হ্যাভ এ ড্রিম’। আর আজ আমি দেশবাসীর উদ্দেশে বলতে চাই— ‘আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি, ফর মাই পিপল’।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ঐতিহাসিক প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে উঠে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি মানুষ নিরাপদে বসবাস করতে পারবে। যে দেশে নারী, পুরুষ ও শিশুরা নিশ্চিন্তে ঘর থেকে বের হয়ে আবার নিরাপদে ঘরে ফিরতে পারবে। এই লক্ষ্য অর্জনে সবাইকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, যদি সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়, তাহলে লক্ষ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব হবে।

আওয়ামী দুঃশাসনের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, গত ১৫ বছরে শুধু রাজনৈতিক দলের নেতাকর্মীরাই নয়, অসংখ্য সাধারণ মানুষও গুম ও হত্যার শিকার হয়েছেন।

এ সময় সদ্য শহীদ হওয়া জুলাইয়ের অন্যতম সাহসী যোদ্ধা ওসমান হাদীর কথা স্মরণ করে তিনি বলেন, প্রজন্মের এক সাহসী সন্তান ওসমান হাদীকে শহীদ করা হয়েছে। তিনি এই দেশের মানুষের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন।

তারেক রহমান আরও বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের শহীদদের রক্তের ঋণ আমাদের শোধ করতেই হবে। আধিপত্যবাদীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে তিনি সবাইকে ধৈর্য ও সংযম ধারণের আহ্বান জানান।

এনএনবাংলা/