রংপুর প্রতিনিধি:
আগামীকাল ২৫ ডিসেম্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন। দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে তার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। এদিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় ‘স্বদেশ প্রত্যাবর্তন’ উপলক্ষে তারেক রহমানকে দেয়া হবে সংবর্ধনা।
এদিকে তার দেশে ফেরাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের মাঝে উৎসব আমেজ বিরাজ করছে। বাদ যায়নি উত্তরের জেলা রংপুরও। এ অনুষ্ঠানে যোগ দিতে রংপুর সদর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর নেতৃত্বে রংপুর মহানগরী ও সদর উপজেলার প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছে। এছাড়াও জেলা বিএনপির ও অঙ্গ সংগঠন জেলার আট উপজেলা থেকে অন্তত ৩০ হাজার নেতাকর্মী ঢাকায় রওনা দিয়েছেন। বাস, মাইক্রোবাস, ট্রেন ও ব্যক্তিগত পরিবহনে ঢাকার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন নেতাকর্মীরা।
বুধবার বিকেলে নগরীর আলমনগর সমবায় মাঠ থেকে রংপুর সদর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর নেতৃত্বে স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকি, মহানগর বিএনপির সদস্য সালেকুজ্জামান সালেক,রেজাউল ইসলাম লাবলু, জামিল খান, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, রফিকুল ইসলাম, কাজী পেনন, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, জেলা বিএনপির সদস্য হারুন উর রশিদ হারুন, মাসুক জালাল রাহাত, আবু হানিফ, এডভোকেট শফি কামাল, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ মাসুদ রানা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান প্রামানিক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজন, জেলা কৃষক দলের সদস্য সচিব দিল মেরাজুল দুলু, মহানগর কৃষক দলের সদস্য সচিব ফিরোজ হোসেন পিন্টু, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা বেগম,মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু, জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা আব্দুল মমিন জিহাদি, মহানগর জাসাস আহবায়ক রাশেদুল ইসলাম রাসু, ২৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মমিনুল ইসলাম মমিন, ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম, ৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম সাকু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম সবুজ, যুগ্ম আহবায়ক জুনায়েদ হোসেন অনীক, আশরাফুল ইসলাম তমাল, বিএনপি নেতা জাকির হোসেন পলাশ, মহানগর ছাত্রদলের সাবেক নেতা হারুন উর রশিদ সোহেল, ১৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল হক, ৩১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ১১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইভা মাসুম,২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির মোস্তফা সজিব, ২৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শামীম, ৩০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খায়রুল আলম,৩৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজু মিয়া, সহ মহানগর, জেলা ও সদর উপজেলা বিএনপি,যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল, ওলামা দল, মহিলা দল, শ্রমিক দল,জাসাস সহ বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মীরা অর্ধশতাধিক বাসযোগে নেতাকর্মীরা ঢাকার পথে রওনা দিয়েছেন। বাকি কিছু নেতাকর্মী রাতের মধ্যে ঢাকার পথে রওনা দেয়ার কথা রয়েছে।
দলটির নেতারা জানান, গত সোমবার ও মঙ্গলবার কয়েক হাজার নেতাকর্মী ঢাকায় পৌঁছে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন। এরআগেও অনেকেই পৌছেছেন। আজও যাচ্ছেন। রংপুর মহানগর ও জেলা বিএনপি সূত্রে জানা গেছে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাহেন্দ্রক্ষণে উপস্থিত হতে দু’দিন আগে থেকেই বিভিন্ন উপজেলা থেকে সংসদ সদস্য প্রার্থীদের উদ্যোগে বাস, ট্রেন ও মাইক্রোবাসে করে কর্মী-সমর্থকরা ঢাকায় যেতে শুরু করেছেন। সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশ্যে যাওয়া নেতাকর্মীদের বেশির ভাগই দলবদ্ধ ভাবে যাচ্ছেন। ঢাকায় তাদের হোটেল ও মেসে থাকাসহ অন্যান্য ব্যয়ভার দলের নেতারা ব্যয় করছেন। আবার কেউ ব্যক্তি উদ্যোগে নিজস্ব পরিবহনে কিংবা পছন্দসই পরিবহনে করে প্রিয় নেতার ‘ঐতিহাসিক প্রত্যাবর্তন’ দেখতে আগাম ঢাকায় পাড়ি জমিয়েছেন। তারেক রহমানকে স্বাগত জানিয়ে স্মরণকালের এই মূহুর্তটি স্মরণীয় করে রাখতে বিএনপির তৃণমূল নেতাকর্মী প্রতিদিনই শহর, বন্দর, হাট-বাজার ও গ্রামগঞ্জে মিছিল ও সভা করছেন। যেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকির বলেন,আমাদের কাছে রিকশাচালক, ভ্যানচালক, সাধারণ ব্যবসায়ী, তরুণ-যুবকরাসহ যারা রাজনীতি করে না, তারাও আমাদের সঙ্গে ঢাকা যেতে চান, তারেক রহমানকে সামনে থেকে দেখতে চান। সাধারণ মানুষের এই আকাঙ্ক্ষা আমাদের নেতাকর্মী ও সমর্থকদের উজ্জ্বীবিত করছে। এ কারণে দলবদ্ধ ছাড়াও অনেকেই ব্যক্তি উদ্যোগে প্রিয় লিডারকে বরণ করে নিতে ঢাকায় যাবেন। এখন পর্যন্ত বেশ কয়েকটি বাস ও মাইক্রোবাসে হাজার হাজার নেতাকর্মী রংপুর থেকে ঢাকায় গেছেন।
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী সামসুজ্জামান সামু বলেন, রাজকীয় সংবর্ধনা জানাতে রাজধানী ঢাকায় সাধারণ মানুষসহ নেতাকর্মীদের ঢল নামার সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা মহানগর থেকে ২০ হাজার নেতাকর্মীকে ঢাকার নেয়ার প্রস্তুতি নিয়ে কাজ করছি। ইতিমধ্যে ২৫টি বাস রিজার্ভ করা হয়েছে। এছাড়া অনেকেই ব্যক্তিগত এবং বিভিন্ন ইউনিট থেকে বাস, মিনিবাস, মাইক্রোবাস ও ট্রাকসহ বিভিন্নভাবে ঢাকা যাবেন।

আরও পড়ুন
কুমিল্লা সীমান্ত থেকে এক কোটি ৮৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
ইয়াবাসহ কালীগঞ্জে গেফতার-২
চিরকুট দিয়ে কালীগঞ্জে হত্যা-গুম-লুটপাট-চাঁদা দাবী ও সন্তানদের হত্যার হুমকি